Shojirul123 Subscriber 2 years ago |
ভিষন ভাবে পাওয়া কষ্টগুলো লুকিয়ে রাখার কোন একটা জায়গা থাকার খুব দরকার!
অনেক-অনেক কষ্টগুলো মনের ভিতর জমতে-জমতে এক পাহাড় সমান হয়ে যাওয়ার পরও হাজারও কষ্ট আর না পাওয়ার বেদনাগুলো চুপচাপ সহ্য করে নিতে বাধ্য হয়- শুধু কান্না করার বয়স নেই বলে।
জানেন কি?
একটা বয়সের পর অনেক বেশি কষ্ট পাওয়ার পরেও কান্না করা যায়! না যায় সহ্য করা- না যায় কারোর কাছে শেয়ার করা।
বড় হয়েই কোন কিছুর মৃল্যটা বুঝতে পেরেছি- ছোটবেলাই তো কাঁদলেই সব পেয়ে যেতাম।
আর এখন চোখের মধ্যে নোনা পানির ঝড় বয়ে গেলেও একটু কান্না করে নিজেকে হালকা করার বয়সটা বদহয় নেই।
কান্না আঁটকে-আঁটকে বুকটা কষ্টে ভারী হয়ে উঠার পরও গলার কাছে আটকে যাওয়া কথাগুলোকে নিজের সর্বসো দিয়ে জোড় গলাই বলতে হয় আলহামদুলিল্লাহ ভাল আছি- সাথে আবার ঠোঁটের কোনে এক চিলতি হাসিও রাখতে হয় বাধ্য হয়ে।
জীবনের এই চরম সময়ের এসেও মানুষ পাওয়া- না পাওয়ার হিসেব রেখে নিজেকে শেষ অন্তিত্ব বিলিনে ব্যস্ত রাখার তীব্র বৃথা চেষ্টায় ব্যস্ত থাকি।
আচ্ছা ঠিক বলেন তো... আর কত কষ্ট লুকিয়ে রাখতে হবে।
প্রতিটা মানুষের তো ব্যক্তিগত আলাদা রকমের কষ্ট থাকে, তার উপর আবার কাছের মানুষের কষ্ট- প্রিয় মানুষের কষ্ট পাওয়া- না পাওয়ার কষ্ট অথবা আশা হারানোর কষ্ট- স্বপ্ন ভাঙ্গার কষ্ট।
আর কত...
যে মানুষগুলো আমাদের কষ্টের কারন হয়, তারা হয়তো এক রকম ধরেই নিয়েছে যে আমাদের মন বলতে ঐ অদৃশ্য বস্তুর অস্তিত্বই নেই- আর না তাঁদের চোখে আমরা মানুষ।
শব্দচয়নেঃ এম.হামিম আরেফিন
Alert message goes here